সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জে সলঙ্গা থানা জামায়াতের ২০২৫-২৬ সনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম শহীদ।
শনিবার সকালে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক আমীর হুসাইন আলীর সভাপতিত্বে রোকন সদস্যদের প্রত্যক্ষ্য গোপন ভোটের মাধ্যমে তিনি ২০২৫-২৬ সালের জন্য আমীর নির্বাচিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ শাহিনুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের ফলাফলে রাশেদুল ইসলাম শহীদকে আমীর ঘোষণা করে এবং শপথ বাক্য পাঠ করান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুস সালাম, সলঙ্গা থানা জামায়াতে ইসলামী নেতা আব্দুল গফুর মোল্লা, নলকা ইউনিয়ন জামায়াতের আমীর মাও,আব্দুল মালেক,মাও আব্দুস সামাদ সহ থানা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচিত রাশেদুল ইসলাম শহীদ সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নে জগজীবনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নব-নির্বাচিত আমীর রাশেদুল ইসলাম শহীদ জানান, এই দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন । নিশ্চয় আল্লাহ আমার দ্বারা সেই কাজটা করাতে চেয়েছেন । এজন্যই তিনি আমাকে নির্বাচিত করেছেন। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি যেন মহান এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করতে পারি।