নাটোর প্রতিনিধিঃ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নামে পরিচিত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার আয়োজন করেছে, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাটোরের নলডাঙ্গা শাখা।
মঙ্গলবার(২৫ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখার
উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারিক,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীসহ প্রমূখ।
বক্তারা বলেন,আগামী দিনের সাংবাদিকদের লিখনি শক্তি দিয়ে নতুন বাংলাদেশর সাম্য ও ন্যায়ের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সঠিক সংবাদ প্রকাশ করে তবেই বাংলাদেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat