কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
বিচার ব্যাবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে নাটোরের সিংড়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রচার-প্রচারণা বাড়াতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি ইউনিয়ন পরিষদের ন্যায় মঙ্গলবার (০৪ মার্চ) সিংড়া উপজেলার ৮ নং শেরকোল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে শেরকোল ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান মোঃ মালেক সাহার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বক্তারা বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতেই গঠন করা হয়েছে গ্রাম আদালত। গ্রামের দরিদ্র মানুষ যাতে সহজে ও নামমাত্র খরচে তাদের এই অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে, সেজন্যেই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এ আদালতে গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব । গ্রামীন জনপদে ন্যায়বিচারের ভিত শক্তিশালী করতে ২০০৬ সালে এক অধ্যাদেশের মাধ্যমে গ্রাম আদালত প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার । ইউনিয়ন পর্যায়ের এই আদালত জজ আদালতে মামলার চাপ কমিয়ে গোটা বিচার ব্যবস্থায় গতিশীলতা এনেছে । তবে সাধারণ মানুষ ও তাদেরই নির্বাচিত প্রতিনিধি দ্বারা গ্রাম আদালত পরিচালিত হওয়ায় বা জনপ্রতিনিধিদের আচরণগত ত্রুটির কারণে এই আদালত অনেক সময় ভাবমূর্তি রক্ষা করতে ব্যর্থ হয় । কিন্তু আইনগত দিক থেকে গ্রাম আদালত একটি পূর্ণাঙ্গ আদালত এবং গ্রাম আদালতের ক্ষতিপূরণ সহ বিস্তারিত আলোচনা করেন
গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের সিংড়া উপজেলা সমন্নয়কারী মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রসাশনিক কর্মকর্তা মৃদুল কুমার,প্রভাষক আব্দুর রহিম সহ স্থানীয় সচেতন ব্যাক্তিত্ব সহ স্থানীয় ইউপি সদস্যগণ, শিক্ষক, ধর্মীয় নেতা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়। গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া,ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন বক্তারা।
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এর আগে উপজেলার শুকাশ,ডাহিয়া,কলম,চৌগ্রাম,রামানন্দ খাজুরা সহ নয়টি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়