কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া খাতুন (৬) ও ফাতেমা খাতুন (৬) নামে মামাত-ফুপাত দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া খাতুন ঢাকঢোর গ্রামের মোঃ ফারুক হোসেনের মেয়ে ও ফাতেমা খাতুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোঃ রায়হান আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের সাথে ঢাকঢোর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা খাতুন। ঈদের পরের দিন একই বয়সি মামাত বোন ফারিয়ার সাথে খেলা ধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে সেখানে পানিতে ডুবে নিখুঁজ হয় তারা । পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্বার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক শুভ।
একই পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat