সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে কস্টেপ পাঁচানো অটোরিক্সা চালক এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলার দুবলাই গ্ৰামের বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।
সে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্ৰামের বাসিন্দা মৃত আবু সাইদের ছেলে।
দুপুরে এ বিষটি নিশ্চিত করেছেন কাজিপুর থানা ডিউটি অফিসার উপপরিদর্শক শফিউল ইসলাম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত এনামুল মঙ্গলবার ভোর রাত ৩/৪ টার দিকে টমেটো নিয়ে পাইকারি বাজার দক্ষিণের পিপুলবাড়িয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর সকালে তার মৃত্যুর খবর আসে। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক এনামুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এবং অটোরিক্সা ছিলো পরিবারের প্রধান উপার্জনের উৎস।
উদ্ধারকাজ প্রত্যক্ষদর্শী দূবলাই গ্ৰামের একাধিক ব্যক্তি বলেন, মৃতদেহের হাত, পা, চোখ ও মুখ ব্রাউন টেপ দিয়ে বাঁধা ছিলো, নাকে মুখে রক্ত ও ফেনা ছিল।
কাজিপুর থানা পুলিশ উপপরিদর্শক শফিউল ইসলাম জানান, সড়কের পাশে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। তিনি আরও জানান, যেহেতু এনামুল অটোরিক্সা৷ চালক। সেহেতু ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তার মরদেহটি উদ্ধার করেছি তবে অটোরিক্সাটি পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat