নিজস্ব প্রতিবেদক
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হলো আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে।
শুক্রবার সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন এই টূর্ণামেন্টের আয়োজন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার মো. ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, ক্রীড়া সংগঠক আলামিন সেখসহ অন্যরা। সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজিপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালী ও রায়গঞ্জ এই নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমান হাফিজ। ধারাবর্ণনায় আব্দুল্লাহ আল মামুন ও হামিদুল হক খোকন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat