নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম রেজা (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার সহকারি উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াদুদ।
গ্রেপ্তার সেলিম রেজা সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণবয়ড়া উত্তরপাড়ার মো. সাবান আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা কাজিপুর উপজেলার আমনমেহার গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআই আব্দুল ওয়াদুদ জানান, পুলিশ সুপারের তথ্য ও দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার ওসি জুলহাজ উদ্দিনের তত্বাবধানে বুধবার (৩ জুলাই) গভীর রাতে এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একতা এক্সপ্রেস বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার সেলিম রেজার বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat