নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ১৬৫০ মেট্রিক টন এসে পৌছেছে সিরাজগঞ্জ। চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি। এর আগে রবিবার বিকেলে ভারত থেকে ৪২টি ওয়াগনে এ পেয়াজ চুয়াডাঙ্গার দর্শনা এসে পৌছায়। এরপর কাগজ পত্র যাছাই বাচাই শেষে রাত্রে সিরাজগঞ্জ এর উদ্দেশ্য রওনা হয়। সকাল সাড়ে ৬টার দিকে পেয়াজ নিয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌছায়।
সকাল ৯টা থেকে পেয়াজ খালাস করা হচ্ছে। খালাসকৃত পেয়াজ ঢাকা, গাজিপুর ও চট্রগ্রামে নির্দিষ্ট জায়গা থেকে ভোক্তাদের কাছে ৪০ টাকা কেজি দরে বিক্রী করা হবে বলে জানান ডিলাররা।
টিসিবি ডিলার আব্দুর রব রাইস এজেন্সির মোহাম্মদ সাইদুর রহমান জানান, তিনি ঢাকা উত্তর ও দক্ষিনের নিয়মিত ডিলার। টিসিবির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থান থেকে ভোক্তাদের মাঝে ৪০ টাকা করে বিক্রী করা হবে। এবং ভোক্তা প্রতি সর্বোচ্চ ২ কেজি করে নিতে পারবেন।
টিসিবি'র অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে ভারত সরকারের সাথে টিসিবির কর্তৃক ৫০ হাজার মেট্রিকটন আমদানির প্রথম চুক্তি হিসেবে ১৬৫০ মেট্রিক টন পেয়াজ সিরাজগঞ্জে পৌছানোর পর ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে ১০০০ মেট্রিক টন পেয়াজ ঢাকা জেলায় ১০০ জন ডিলার এবং বাকী ৬৫০ মেট্রিক টন পেয়াজ গাজিপুর ও চট্রগ্রামে পর্যায়ক্রমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat