সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাহমিনা (২৭) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী চাঁদ আলী (৪০) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত চাঁদ আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানোগ্রাফার সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো না। সে পলাতক রয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ৯ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রায়ন প্রকল্পের কালু সরদারের ছেলে চাঁদ আলীর সঙ্গে একই গ্রামের তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর তাহমিনা স্বামীর বাড়ি থেকে ঘর সংসার করে। এমতবস্থায় তাহমিনা গর্ভ ধারন করলে সন্তান জন্ম দেয়। এর পর তাহমিনার সঙ্গে বাড়ির পাশ^বর্তী শহিদুল ইসলাম ও নাসিরের অবৈধ সম্পর্ক আছে বলে তাদের স্ত্রী শ্যামলী ও জোসনা লোক মুখে বলাবলি করতো।
এ ঘটনার জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে শহিদুল ইসলাম ও নাসির তাহমিনাকে মারপিট করে। পরে তাদের সহায়তায় স্বামী চাঁদ আলী তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাহমিনার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে দিলে চিকিৎসাধীন ২০১১ সালের ৮ আগষ্ট মৃত্যু বরন করেন। এঘটনায় নিহতের পিতা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ স্বামী চাঁদ আলীকে মৃত্যুদন্ডের অদেশ প্রদান করেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি.পি আব্দুল রহমান ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ মোঃ আব্দুল কাদের জুয়েল।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat