নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এইক সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় প্রদান করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এতথ্য নিশ্চিত করে বলেন, তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামী শ্রী অন্তিম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণতি না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খাওয়ার জন্য বাড়ির পাশ্ববর্তী বজলুর রহমানের চায়ের দোকানে যায়। এসময় শ্রী অন্তিম দাস নামে এক যুবক কৃষক সাইফুল ইসলামকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে কৃষক সাইফুল ইসলাম আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে থানায় সাধারন ডায়রী করেন।
জিডির তদন্তকালে পুলিশ শাকিল শেখ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন সে জানায় আসামী আব্দুর রাজ্জাক, নায়েব আলী, শ্রী অন্তিম দাস সহ অজ্ঞাত ৬/৭ ব্যক্তি সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকা করে তাস খেলা শেষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৃষক সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরী পানার মধ্যে ঢেকে রাখে। পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আজ তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat