নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাইভেটকারে বহণকালে ১০৫ কেজি গাঁজাসহ মো. নুরুজ্জামান ওরফে কমল (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করছে র্যা ব-১২ সদস্যরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। আটক নুরুজ্জামান @ কমল মাগুড়া জেলার শ্রীপুর থানার হরিন্দী গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। তিনি বর্তমান নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব কমান্ডার জানান, র্যা ব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব-১২ এর একটি দল মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চ সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ব্যাকডালার নীচে খাকি টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত নুরুজ্জামান ওরফে কমলকে আটক করা হলেও মো. আলমগীর ওরফে আলম নামে অপর এক আসামী কৌশলে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।