নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইডিপি। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহরের স্থান সয়াগোবিন্দ ( খান সাহেবের মাঠ সংলগ্ন) এলাকায় ইডিপির উদ্যোগে ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ইডিপি’র নির্বাহী পরিচালক মো: আবু জাফর খান। এ সময় সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক নূরে আলম হীরাসহ ইডিপির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইডিপি’র নির্বাহী পরিচালক মো: আবু জাফর খান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ ১ কেজি আলু ১ ৫শ গ্রাম মুড়ি।