দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ এক অভিযানে উল্লাপাড়া থানা এলাকা হতে ১৪৭ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২।
বিভিন্ন অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় সোমবার (২১ এপ্রিল) রাত্রী ৮.৩৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন চর মোহনপুর গ্রামস্থ (দাসপাড়া) ১ নং আসামি মো. আলামিন এর বসত ঘরে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুই টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,মো. আলামিন (৩৮), পিতা-পর্বত প্রামানিক, সাং-চর মোহনপুর(দাশপাড়া), মো. হাফিজুর রহমান(২১), পিতা-মো. খবির উদ্দিন, সাং-কয়রা হোরপাড়া, উভয় থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে দীপংকর ঘোষ ,অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি র্যাব-১২, সিরাজগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।