দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে মিসাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।ঈদের বাড়তি আয়োজন ও মিলনমেলা হিসাবে ২য় দিন প্রতিবছর এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন মিসাবের সভাপতি শুভ্রময় মাহাতোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো সঞ্চালনায় সকাল ১০ ঘটিকায় বর্ন্যাঢ র্যাালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ এপ্রিল ) র্যালীর পর সাড়ে ১০ ঘটিকায় খেলা উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়াররম্যান ও সভাপতি সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক নির্মল কুমার মাহাতো কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জল কুমার মাহাতো, আল আরাফা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম উজ্জ্বল, টিএমএসএস মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার মোহনলাল মাহাতো, সিরাজগঞ্জের বানোয়ারী লাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মাহাতো, বিশিষ্ট সমাজসেবক বাবলু ইসলাম,রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, নিমগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।
সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আদিবাসী শিক্ষার্থীরা ৮ টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat