সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করা পাপ্পু (৩০) নামে এক হাজতি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
শুক্রবার (৯ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এ. এস. এম কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, পাপ্প নামের এক হাজতী হেরোইন ও মারামারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমের ভেতরের গলায় রশি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্যান্য কয়েদীরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat