দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। শনিবার (২২ মার্চ) এই চিঠি ইন্স্যু করা হলেও কৌশলে তা গোপন রাখায় সোমবার (২৪ মার্চ) রাতে বিয়ষটি জানাজানি হয়।
চিঠিতে বলা হয়েছে, রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ থাকায় দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে সে সেনাবাহিনীকে, কোন এক জাতীয় নেতার ফোনে সেনাবাহিনী তাকে অপদস্ত করছে বলে পক্ষপাতের গুরুতর ভিত্তিহীন অভিযোগ করেন। এটি সেনাবাহিনীর নিরপেক্ষতা ও মান-মর্যাদার প্রতি নিদারুণ অমর্যাদা। এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক বাবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা প্রদানের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন বলেন, আমি কোনোদিন আর্থিক কেলেঙ্কারি কিংবা চাঁদাবাজির মত অপরাধের সাথে নিজেকে জড়াইনি এবং ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও সেই নীতিতে অবিচল থেকেই চলছি। তবুও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মত অপরাধের অভিযোগ আসায় আমি সেদিন (২১/৩/২০২৫ দুই সন্তান সহ সেনা ক্যাম্পে) চরম লজ্জিত ও বিব্রতবোধ করেছি এবং অসাবধানবসত অনাকাঙ্ক্ষিত যে কোনো বক্তব্য চলে আসায় আমি অন্তরের অন্তস্তল থেকে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি বলতে চাই আমি-বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে-কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হইনি এবং কোনো তদন্তে আমার বিরুদ্ধে কোন অপরাধ প্রমানিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। মঙ্গলবার ( ২৫ মার্চ) দলের কাছে শোকজের জবাব দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat