শাহ আলম, সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ ছিল প্রথম অফিস। রবিবার (০৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ঈদ পরবর্তী এই কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌরসভার, পৌর নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পৌর প্রশাসক, মো: কামরুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন, ডা: মো: ফরহাদ হোসেন, মো: নুর নবী সরকার, এক্সচেন সিরাজগঞ্জ পৌরসভা, মো: আনিছুর রহমান, টাউন প্লানার,, শাহ আলম, এসডিও,মাসুদ রানা,প্রশাসনিক কর্মকর্তা,মো: আশরাফুজ্জামান, ইঞ্জিনিয়ার, মো: আব্দুল হান্নান, (সভাপতি), মো: আল আমিন (সাধারণ সম্পাদক) প্রমুখ্য।
প্রধান অতিথি বলেন, এবারের ঈদ খুবই সুন্দরভাবে উপভোগ করেছেন সিরাজগঞ্জ বাসি,এজন্য পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলেই সম্ভব হয়েছে। আগামী কোরবানির ঈদ যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেদিকে এখন থেকেই প্রয়োজনীয় কাজ করতে হবে আমাদের। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat