নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র ইন্সটেক্টর, মো. ওমর ফারুক তালুকদার সভাপতি ও সিরাজগঞ্জ সদরের চিলগাছা ন্যাশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ গণপূর্ত ভবনের হলরুমে সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. ওমর ফারুকের সভাপতিত্বে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক আইডিইবি কেনিক যুগ্ন আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. নওশের আহাম্মেদ তামান্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ এবং শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ে শিক্ষকদের সুসংগঠিত হওয়া দরকার। সেই লক্ষ্যে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে দেশ গঠনের কাজে ভুমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আইডিবি সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, কাউন্সিল বিষয়ে সাংগঠনিক বক্তব্য রাখেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষক প্রশিক্ষণ সম্পাদক মো. আতিকুর রহমান। কাউন্সিলে উপজেলা প্রতিনিধিদের বক্তব্য শেষে সকল কাউন্সিলর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মো. ওমর ফারুককে সভাপতি এবং জাহাঙ্গীর আলম তারেককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক এস এস সাইফুল ইসলাম. অর্থ সম্পাদক মো. হেদায়েতুল্লাহ, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদিক বাকি বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, চাকুরি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু এহিয়া, সদস্য শরিফুল ইসলাম ও হাসান আলী নির্বাচিত হয়েছেন।