জেলা প্রতিনিধি:
জামিনে মুক্ত হয়ে জেলগেটে স্থানীয় জনতার হাতে হেনস্তার শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিল ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট তাকে তুলে নিয়ে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাত সাড়ে ৮টার দিকে সাবেক এমপি আব্দুল আজিজকে সোপর্দ করা হয়েছে। তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২–এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জামিনে মুক্ত হন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat