প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৯:১৩ পি.এম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

সবুজ এইচ সরকারঃ
সিরাজগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি'র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুর ১ টার দিকে পৌর ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানদ মাহমুদ এর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও বিক্ষোভ মিছিলের আগে জেলা প্রশাসকের হল রুমে সকাল ১০ টার দিকে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক খাঁন হাসান, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুল, সিরাজগঞ্জ শহর বিএনপি সভাপতি সেলিম ভুইঞা ও সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল কায়েস,
সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত খুনি শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে মন্তব্য করেছেন এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই না। সাখাওয়াত এর পদত্যাগ চাই ও খুনি শেখ হাসিনার পদত্যাগ চাই। এছাড়াও আরও বলেন, দলকে সুসংগঠিত করাল লক্ষ্যে ও জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আপনারা শৃঙ্খলা বজায় রেখে মিছিল মিটিং করেন, জনগণ একটু দেখুক। এখানে সবাই নেতা না। মিছিলের কমান্ড মানতে হবে। মিছিলের কারনে যেন জনগণের ভোগান্তি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়াও বিএনপি'র নেতাকর্মীদের উঠে আসা বিভিন্ন অভিযোগ ও ভুলভ্রান্তি বিষয়ে হুশিয়ারী করেন নেতাকর্মীদের।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat