নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ২০১৩ সালের পর থেকে গুম, খুনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ। সেই সাথে কারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণকারী পরিবারের মাঝেও ঈদ উপহার তুলে দেন তিনি।
রোববার (৩০ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সয়দাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি মঞ্জুরুল ইসলাম সোহাগ জানান, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে যুবদল নেতা বাবলু, জাহাঙ্গীর ও জবানকে অপহরণ করা হয়। তাদেরকে গুম করে কিছুদিন রাখার পর হত্যা করে ফেলে দেয়। একইভাবে বিএনপি নেতা আকবর আলীকেও হত্যা করা হয়েছিল।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে ওই চার নিহত পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হলো। সেই সাথে কারাগারে নির্যাতিত হওয় মৃত্যুবরণকারী আরও চারজনের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।