তাড়াশ সংবাদদাতা ॥
হাইকোর্টে রিট করার পর তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক পেয়েছেন ম.ম. জর্জিয়াস মিলন রুবেল। তিনি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের ছোট ছেলে। গত রোববার (৬ মে) বিকালে আদালতের সেই আদেশ সিরাজগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) গনপতি রায় কাছে পৌঁছালে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারি রির্টানিং কর্মকর্তা সুইচিং মং মারমা। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ম. ম জর্জিয়াস মিলন রুবেল ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ত্রুটি দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসকের (আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল করেন। সেখানেও বাতিল হয়। পরে রুবেল হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ স্থগিত করে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা আদালতের আদেশ মোতাবেক তাঁকে চাহিদামতো ‘চশমা’ প্রতীক বরাদ্দ দেন। আর এ সংক্রান্ত একটি পত্র গত সোমবার রাতে সহকারি রির্টানিং কর্মকর্তা পেয়েছেন।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ম.ম. জর্জিয়াস মিলন রুবেল বলেন, ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ত্রুটি থাকায় কারণে আমার মনোনয়নপত্র নানান জটিলতা ও আদালত ঘুরে আসা, আরো কিছু বিষয়-আদির কারণে আমি দীর্ঘদিন মাঠে কাজ করতে পারি নাই। তাড়াশের মানুষের সঙ্গে দেখা করতে পারিনি। তবে প্রয়াত পিতা আমজাদ হোসেন মিলন। উনি বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য। তিনি চলনবিলের অঞ্চলের আপামর মানুষের সাথে সারা জীবন রাজনীতি করেছেন। সেই ভালোবাসার বদৌলতে আমি বিশ্বাস করি যত প্রতিবন্ধকতা আসুক। তাড়াশের আপামর জনসাধারণ তার সন্তান হিসেবে আমাকে কখনই ভালোবাসা এবং সমর্থন থেকে বঞ্চিত করবে না। আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ্ বিজয় আমার সুনিশ্চিত। শুধু সময়ের ব্যাপার মাত্র। উল্লেখ্য, আগামী ২১ মে তাড়াশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান বৈদ্যুতিক বাল্ব ও তাড়াশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস তালা চাবি প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat