প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৪, ৯:১৬ পি.এম
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

শাহ আলী জয়:
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছা দিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের
‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বরে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক অরবিন্দ সেন এর পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, মোটর শ্রমিক ইউনিয়ন নেতা সুমন শেখ, হায়দার আলী, কমিউনিটি পুলিশিং নেতা রঞ্জু ইসলাম, ড্রাইভার, হেলপার, বিভিন্ন বাস, ট্রাক শ্রমিক, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগত বিভিন্ন লোকের বিভিন্ন দাবির বিষয়ে ওসি এম,এ ওয়াদুদ যৌক্তিক ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বলেন,পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat