আমিরুল ইসলাম,কামারখন্দ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়োগের নিয়ম নীতি না মেনে ২৪ শতক সম্পত্তির বিনিময়ে বিদ্যালয়ের অফিস সহায়ক এবং আয়া পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক ও আয়া পদে এই নিয়োগ বাণিজ্য হয়। এতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হােসেনের নেতৃত্বে ম্যানেজিং কমিটি এই নিয়োগ বাণিজ্য করেন। নিয়োগ পরিক্ষার ফলাফলে দেখা যায় অফিস সহায়ক পদে মোঃ ইউসুফ আলী ও আয়া পদে মোছাঃ আকলিমা খাতুন নির্বাচিত হয়েছেন। তবে পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই জানা ছিলো এই দুজন নির্বাচিত হবেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার আগেই গ্রামের লোকজন নিয়ে মিটিং করে ২৪ শতক জায়গার বিনিময়ে তাদের নির্বাচিত করা হয়েছিলো। নিয়োগ পরিক্ষা শুধুমাত্র একটি লোক দেখানো বিষয় ছিল।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সরাসরি সাংবাদিকদের বলেন, এই নিয়োগ পরিক্ষার জন্য পূর্বেই মিটিং করা হয়েছিল। যারা নিয়োগ পাবে তাদেরই বিদ্যালয়ের পাশে ২৪ শতক সম্পত্তি কিনে দিতে হবে অথবা সমপরিমাণ টাকা দিতে হবে।
এরপর ডিজির প্রতিনিধি সিরাজগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমারটা আমি বলতে পারি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জমির ব্যাপারে আমাদের জানা নেই।
উপজেলা শিক্ষা অফিসারকে ছাকমান হোসেন জমির বিনিময়ে চাকরির বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, আমরা যারা লিখিত ভাইবায় ভালো করেছে তাদেরকে নিয়েছি । এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর
হেড স্যারের কাছে শুনতে বলে সহকারি কমিশনার (ভূমি) সরকারি গাড়িতে উঠে দ্রুত চলে যান।
এ ব্যাপারে নিয়োগ পরীক্ষার সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান সাংবাদিকদের এড়িয়ে বলেন, আমি নিয়োগ কমিটির সদস্য। এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat