সোহেল রানা, চৌহালী প্রতিনিধি:
ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকান্ড। এর আগে শিক্ষার্থিরা বিধ্বংস থানা চত্বরে পরিস্কার করে ব্যবহার উপযোগি করেন।
শনিবার বেলা সাড়ে বারটা থেকে সাবধান ভাবে থানাটির পুলিশি কর্মকান্ড চালু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।এনায়েতপুর থানার পুলিশি কার্য্যক্রম পালনের জন্য মোঃ হাসিবকে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন।
এর আগে সকাল থেকে থানা চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৫ জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলকারী ।
উক্ত কার্যক্রম অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মোঃমাসুদ রানা, সরকারী আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়নুল হক,এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃরওশন আলী মন্টু সরকার,সদস্যসচিব মোঃমুনজুর রহমান মুঞ্জ শিকদার,যুগ্নআহ্বায়ক মোঃআব্দুস সালাম, থানা যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন জহুরুল, সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃ আল্লেক চাঁন সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat