উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হতদরিদ্রদের খাদ্য সহায়তার জন্য ফেয়ার প্রাইজের চাল বিতরণ করেন গত মঙ্গলবার ও বুধবার। কিন্তু চাল না দিয়ে ভোক্তাদের টাকা দিয়ে চাল রেখে দেন তিনি। সে চাল একটি পিক-আপে করে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী গরিবের বরাদ্দকৃত চাল কালোবাজারি করার সময় ৪১ বস্তা চাল ট্রাকে তোলোর সময় এলাকাবাসী আটক করে।
এমন একটি খবর পেলে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী জানান,ভোক্তারা তাদের চাল ক্রয় করে স্থানীয় কিছু মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সে চাল তারা বাজারে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী। আমি কোন চাল বিক্রি করি নাই। ওই চাল আমার না। আমার তালিকার সাথে গোডাউনের চাল ঠিক আছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এর নির্দেশে ৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।