সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধীদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ এর সহযোগিতায় এসব বাজার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি জনের বিনামূল্যে বাজারের তালিকায় ছিলো ১ কেজি আলু, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ৪০০ গ্রাম ডাল, ৪০০ গ্রাম খেজুর, ২ কেজি মুড়ি, পেঁয়াজ ১ কেজি ও ১ কেজি পেঁয়াজ । এসময় রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাজেদ আলী বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় এস এম বাহাদুর আলী। পড়াশোনার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটি তিনি ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করে যাচ্ছেন। এটা মানবিক কর্মকান্ডের একটি অংশ, এখানে সমাজের অন্যান্য শ্রেণি পেশার মানুষও এই মানবিক কর্মকান্ডে যুক্ত হয়েছেন। তিনি এই রমজানে প্রতিবন্ধীদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান।সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, তৌহিদ আফ্রিদী ইসলামের অর্থায়েন আজকে আমরা রায়গঞ্জ উপজেলার ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ৮ প্রকার বাজার সামগ্রী বিতরণ করলাম। এটি কোন দান সদকা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভোগ্য বৃদ্ধির কারণে যারা ঠিকমতো বাজার করতে পারছেন না তারা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় আইটেম পাচ্ছেন। সংগঠনটির অন্যতম সদস্য জামিরুল ইসলাম জানান, আমাদের এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকটাপন্ন রোগীকে বিনামূল্যে রক্তদান, গৃহহীনদের গৃহনির্মাণ, ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ কিনে দেওয়াসহ শিক্ষার খরচ বহন, দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করেন এবং প্রাকৃতিক প্রতিটা দুর্যোগে তারা মানুষের পাশে থাকেন। একটি মানুষ তার কর্ম দিয়েই কিন্তু প্রমাণিত হয়। মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টা মহান আল্লাহ তায়ালাকে পাওয়া যায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত। পবিত্র রমজান মাসে এবং বিভিন্নসামাজিক উৎসবের আগে সমাজের ধনাঢ্য ও বিত্তবান মানুষদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ এর মতো দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।