মোঃ সুমন ইসলাম প্রামানিক, নীলফামরী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে আজ মংগলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ওয়েসিস নামে একটি এন.জি ওর বিরুদ্ধে জাতীয় পতাকা অর্ধ নমিত ভাবে উত্তোলন করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ রেল স্টেশন বাজারে ওয়েসিস ( OASIS) ( Organization for Agricultural Social Intellectual Salvation) নামে একটি এনজিও ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এনজিওটি দীর্ঘদিন ধরে গৃহহীনদের মধ্যে আবাসনে স্বল্প সুদে ঋন, ক্ষুদ্র ঋন, স্বাস্থ্য সচেতনতা, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় আজ মংগলবার সকালে অফিস খোলে এনজিও টি। জাতীয় পতাকা অর্ধ নমিত ভাবে উত্তোলন করে। ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পতাকা অর্ধনমিত করে উত্তোলন করায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান,৫৪ বছর পরে এ ধরনের ভুল মেনে নেওয়া যায় না। এটা খুব দু:খজনক।
এ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড.জসিউর রহমান জানান,আমি আজ অফিসে যায়নি। ভুল করে উত্তোলন করেছে হয়ত। আমি দেখছি।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী অফিসার নাজমুল আলম বিপিএএ বলেন, তদন্ত করে দেখা হবে। তাদের কোন দুরাভিসন্ধি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।