কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহযোগিতায় খাঁচায় বন্দি ৭ ঘুঘু পাখিকে অবমুক্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ মার্চ) বেলা ১১ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় খাঁচায় বন্দি পাখি গুলো বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পরিবেশ কর্মীরা ঘুঘু সহ পাখি শিকারীকে থানায় নিয়ে আসেন। পরে থানা চত্বরে পাখি গুলোকে অবমুক্ত করেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম। এসময় উপজেলার কলম ইউনিয়নের সজল ইসলাম(১৬) নামে পাখি বিক্রেতাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা পাখি শিকার বন্দে প্রচার প্রচারণা সহ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। যেখানে পাখি শিকার হচ্ছে সেখানেই উপস্থিত হয়ে আমরা প্রশাসনকে অবগত করছি এবং ভাম্যমান আদালতের মাধ্যমে বন্দি পাখি অবমুক্ত সহ পাখি শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের চেয়ে পাখি শিকার অনেকটাই কমে গেছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে পাখি শিকার বন্দ করা সম্ভব।