নিজস্ব প্রতিনিধি:
ঈদ উৎসব উদযাপন উপলক্ষে ঈদের দিন
সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয় মাঠে ওস্তাদ মরহুম ফজর আলী প্রামাণিকের স্মৃতির স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ এপ্রিল) বিকালে মরহুম ফজর আলী প্রামাণিকের শিষ্যবৃন্দ এ খেলার আয়োজন করে। এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ঈদ উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত শত শত দর্শকদের মনমুগ্ধ করে তোলে।
এতে অতিথি ছিলেন, নলকা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার,দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয়ে সভাপতি প্রভাষক আব্দুল বারীক, নয়াদিগন্তের রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা হৃদয়,নলকা ইউনিয়ন পরিষদের মেম্বর নুরুল ইসলাম, জুনিয়র এ্যাড:আব্দুল আলীম, শিক্ষক আকতার হোসেন, আবু রায়হান তুহিন,ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইমদাদুল হক, বাস মালিক হাবিবুল্লাহ,আলমচাঁদ পুর গ্রামের আলী,গুপিনাথপুর গ্রামের আশরাফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি গণ উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন।
ওস্তাদ মরহুম ফজর আলী প্রামাণিকের শিষ্য প্রধান খেলোয়ার রুবেল হোসেন, ছানোয়ার হোসেন প্রামাণিক,আবুবক্কর সিদ্দিক (মুদি) জানান, একশত বছরের বেশী সময় ধরে এই এলাকার ঈদ উৎসব উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও এ খেলা অনুষ্ঠিত হয়। ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত এ খেলা চলে