নওগাঁ প্রতিনিধি:
চির নতুনের ডাক দিয়ে বাঙালির জীবনে আবার এসেছে পহেলা বৈশাখ। প্রাণের এ উৎসবকে ঘিরে নওগাঁয় বাংলা নতুন বর্ষ ১৪৩১ কে বরণ করা হয়েছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নীস্নানে শুচি হোক ধরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ এপ্রিল সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেন। যোগ দেয় নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।
এদিকে, জেলার বদলগাছী উপজেলা প্রশাসন সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে। সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারিসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সাঁজে অংশ নেয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় বদলগাছী এম.কে.ডি ক্রীড়া চক্রে আয়োজনে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এম.কে.ডি ক্রীড়া চক্রের সভাপতি মজিদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি মির্জাপুর ও খলশি বাজার ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়। বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক দুলাল আহমদ, এম.কে.ডি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
আর নববর্ষের দিনেও নির্বাচনী এলাকার সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাত ও বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা সমাধান করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
অপরদিকে জেলার রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলা পরিষদের ভাইস জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগমসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমপি সুমন তাঁর আরেক নির্বাচনী এলাকা আত্রাইয়ে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে নেতৃত্বদেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর, সাপাহার, পোরশা, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় মঙ্গল শোভাযাত্রায় নববর্ষকে বরণ করা হয়।