শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে শাহিনুর হত্যা মামলার পালাতক প্রধান দুই আাসামীকে গ্রেফতার করেছে র্যাব।
১৪ এপ্রিল( রোববার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় র্যাব-১২ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামের মোঃ ইসমাইল হোসেন(চান মিয়া) এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৫০) ও শহিদুল ইসলাম এর ছেলে মোঃ মেহেদী হাসান(২২)। র্যাব-১২ বগুড়ার কেম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সোমবার বেলা ১১ টায় তাদের গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছেন।
এর আগে নিহত শাহিনুরে স্ত্রী ২৭ এপ্রিল শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন,ধৃত আাসমীদের সাথে তাদের বসতবাড়িতে ডাব গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি। ওই দিন বিকাল ৪,১০ ঘটিকায় তার স্বামী শাহিনুর শিবগঞ্জ থানাধীন রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামস্হ মদি দোকানের সামনে পাঁকা রাস্তায় পৌছিলে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে তার স্বামীকে লোহার রড়,গাছের ডালপালা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুত আহত করে।পরে স্হানীয় লোকজন তাকে গুরুত্ব আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসাধীন অবস্থায় ২৯ তারিখ রাত্রি অনুমান ৯ টায় মৃত্যুবরণ করেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়,গত ২৭ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪,১০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার গ্রামে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে একই গ্রামের ধৃত পালাতক আসামীদ্বয়ের কথার কাটাকাটি হয়।একই তারিখ বিকাল ৪.১০ ঘটিকায় আসামীরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী এলোপাতাড়ি মারপিট করে আহত করে।পরে স্হানীয় লোকজন শাহিনুরকে গুরুত্ব আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি ২৯ মার্চ রাত্রি অনুমান ৯ টার দিকে শাহিনুর মৃত্যুবরণ করেন।নিহতের স্ত্রী বাদী হয়ে ২৭ মার্চ শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তিতে শিবগঞ্জ থানায় মামলা নং ৫৫, তারিখ ৩০/০৩/২০৩৪ ধারা১৪৩/৩২২/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১৪৪/৩৪পেনেল কোড-১৮৬০ রুজু হয়। মামলা অনুযায়ী আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২ সিপিএসসি,বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল রাত সাড়ে ১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে। ধৃত আসামী শহিদুল ইসলাম এর তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত্রি সাড়ে ১১ টায় শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় আভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম এবং মেহেদী হাসান এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।