কাজিপুর সংবাদদাতা:
সিরাজগঞ্জের কাজিপুরে নির্বাচন কাম্পে ভোট চাওয়া কে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে নির্বাচন কেন্দ্র করে এমন ঘটেছে বলে জানা গেছে । সরেজমিন জানা যায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঢেকুরিয়া বাজারে আনারস প্রতিকের নির্বাচনী কাম্প অফিস নেওয়া হয়।
আনারস প্রতিকের নির্বাচনী কাম্পে প্রায়ই এসে বসতো এবং দোয়াত কলম মার্কা ভোট চাইতো দোয়াত কলম প্রতিকের সমর্থক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা,
মঙ্গলবার বিকেলে ভোট চাইলে আনারস প্রতিকের সমর্থকের সাথে কথা কাটাকাটি হয়, এবং একপর্যায়ে আনারস প্রতিকের সমর্থক নাদিম হায়দার কে মারধর করেন দোয়াত কলম প্রতিকের সমর্থক হাবিবুর রহমান খোকা।
এবিষয়ে মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হায়দার বলেন, আমরা আমাদের আনারস প্রতিকের নির্বাচনী ভোট ক্যাম্পে এসে দোয়াত কলম প্রতিকের সমর্থক হাবিবুর রহমান খোকা তারা দোয়াত কলম মার্কা ভোট চাচ্ছিলেন, আমি আমাদের নির্বাচনী ক্যাম্পে ভোট চাইতে না করায় তিনি আমাকে কিল ঘুষি মারে, এবং আমাদের লোকজন আসার আগেই সে দ্রুত এখান থেকে চলে যায়,
কুনকুনিয়া গ্রামের বাদল চন্দ্র দাসের ছেলে শংকর চন্দ্র দাস বলেন আমার কাছে দোয়াত কলম মার্কা ভোট চাইলে নাদিম হায়দার তাদের নির্বাচনী ক্যাম্পে ভোট চাইতে না করেন এবং এই নিয়ে নাদিম কে মারধর করেন হাবিবুর রহমান খোকা।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ঘটনা সম্পর্কে বলেন আমাদের নির্বাচনী ভোট ক্যাম্পে এসে আমাদের কর্মী কে মারধর খুবই দুঃখজনক ঘটনা, আমি এই ঘটনার তিব্র নিন্দা জানাই এবং দোষিদের শাস্তি দাবি করছি,অভিযুক্ত হাবিবুর রহমান খোকার কাছে জানতে চাইতে তিনি কালবেলা কে জানান আমি ঢেকুরিয়া বাজারে মাছ হাটিতে ভোট চাইতে গেলে মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হায়দার এসে আমাকে ভোট চাইতে না করে এবং আমাকে আমার জামার কলার ধরে মারধর করে।
দোয়াত কলম প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন আমার কর্মী ভোট চাওয়ায় তাকে মারধর করেছে,এই ঘটনার নিন্দা জানাই এব্যাপারে আনারস প্রতিকের নির্বাচনী প্রার্থী খলিলুর রহমান সিরাজী বলেন আজকে বিকেলে আমার এক কর্মী মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে মারধর করেছে, আসলে তারা ভোটের মাঠে নাই, তারা এসেছে নির্বাচন বিশৃঙ্খলা সৃষ্টি করতে, এই ঘটনার আমি নিন্দা জানাই,আমি নির্বাচন কমিশন কে অবহিত করবো এবং এদের শাস্তি দাবি করছি।