কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ মনসুর (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে রিয়াদ হাসান (১৬)। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই-সোনামুখী সড়কের পাইকরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ। নিহত হোসেন মনসুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে সোনামুখী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী । গুরুতর আহত রিয়াদ হাসান (১৬) একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে মেঘাই থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মনসুর ও রিয়াদ বাড়ি ফিরছিলো। হঠাৎ পার্শ্ব সড়ক (ওয়াপদা বাধ) দিয়ে একটি ইজি বাইক মূল সড়কে ঢুকে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মনসুর মারা যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রিয়াদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন বলেন, এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।