কামারখন্দ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে বৃদ্ধ মাকে বেধড়ক মারধরের অভিযোগে ছেলে ও ছেলের বউয়ের নামে হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম ও হুমকি দেয়ার অপরাধে দুই জনকে আসামি করে মামলা করা করেছে। সোমবার (১৩ মে) সকাল সোয়া বারোটায় ভিকটিমের স্বামী মোঃ শহিদুল ইসলাম কামারখন্দ থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম এবং শাহনাজ খাতুন দম্পতির বড় ছেলে মোঃ শাহ আলম এবং তার স্ত্রী মনিজা খাতুন।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়কে কেন্দ্র করিয়া আসামিগন দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে। সেই বিরোধের জের ধরে বিবাদীগন মাঝে মধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এমন অবস্থায় গত শুক্রবার (১০ মে) দুপুরে বিবাদীগন ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । এসময় তাদের নিষেধ করলে অন্যায় ভাবে ভিকটিমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে সিলেফোলা ও জখম করে এবং ১নং আসামি হাতে থাকা লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে ভিকটিমের মাথার পিছনে লাগিয়া কাটিয়া রক্তাক্ত জখম হয় আর ২নং আসামি তার হাত দিয়ে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে । এমতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গিয়ে চিকিৎসা জন্য ভর্তি করে এবং বর্তমানে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন।মামলার বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানা পুলিশ কর্মকর্তা মোহাঃ রেজাউল ইসলাম বলেন, মামলা তদন্ত প্রক্রিয়া চলছে। আসামি দুই জনই পলাতক রয়েছেন। আসামি ধরার চেষ্টা চলছে।