তাড়াশ সংবাদদাতা:
রাত পোহাইলেই অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত আলোচিত সমালোচিত তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন। এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান কে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের কারনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতির সেন্টিমেন্ট তৈরি করে নোংরা ফায়দা হাসিলের অপচেষ্টা লক্ষনীয়ভাবে প্রতিয়মান সহ নানা ধরনের হুমকি ধামকির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন ঘিরে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মঙ্গলবার ২১ মে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোট ৭১ টি ভোট কেন্দ্রে ইভিএম সহ অন্যান্ন সরঞ্জামাদি পৌঁছে গেছে। তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম ইলেকট্রনিকস পদ্ধতিতে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব সুইচিং মং মারমা বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যে পুলিশ র্যাব সহ অন্যান্ন আইন শৃঙ্খলা বাহিনিকে নিয়োজিত করা হয়েছে, এছাড়াও নির্বাহী ম্যাজিট্রেটের অধিনে স্টাইকিং ফোর্স হিসাবে থাকছে বিজিবি সহ ভ্রাম্যমান মোবাইল কোর্ট। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান পদে, তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং পাচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী করছেন। মোট ভোটার সংখ্যা ১,৫৬,৫৩১ জন। পুরুষ ভোটার ৭৭,৯৮৯ জন, মহিলা ভোটার ৭৮,৫৩৯ জন এবং হিজরা ভোটার ৩ জন।