আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীর বারাই হাটে দিনাজপুরগামী ট্রাকের ধাক্কায় ফুলবাড়ী গামী ইজিবাইকে থাকা এক যাত্রী ও ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় ওই ইজি বাইকের আরো দুই যাত্রীকে গুরুতর আহতবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
উত্তেজিত জনতা ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
সমাধান না হওয়া পর্যন্ত কোন গাড়ি-ঘোড়া চলবে না বলেও এসময় হুশিয়ারি দেন এলাকাবাসী।
এরূপ পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।অবশেষে দুই ঘন্টার চলমান অবরোধটি উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধটি তুলে নেন।
এসময় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,নিহত জাহানারার মেয়ে ফুলবাড়ীর একটি বালিকা মাদ্রাসায় লেখাপড়া করতেন,মাদ্রাসা ছুটি হওয়ায় মেয়েকে আনতে যাচ্ছিলেন জাহানারা।
পথে ঘটে যায় এই দুর্ঘটনা।ফলে ফেরা হলোনা আর বাড়িতে।
মৃত জাহানারা জেলার পার্বতীপুর উপজেলার মদনপুরের আফজাল হোসেনের স্ত্রী।
অপর নিহত ইজিবাইক চালক নজরুল(৪৫) ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুরের মৃত খাজের উদ্দিনের ছেলে।
এই দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন আবুল কাশেম (৫৫) ও তার স্ত্রী জিন্না বেগম।
এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল ফরহাদ হোসেন ও সহকারী কমিশনার(ভূমি)জাফর আরিফ চৌধুরী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত থাকেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।