মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে খালের পানিতে নেমে খেলতে গিয়ে ডুবে যায় তিন শিশু। এদের মধ্যে আব্দুর রহমান নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলার বেলোয়া গ্রামে নানাবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার বেলোয়া গ্রামের সোহান মিয়ার ছেলে। সংকটাপন্ন জিহাদ (৭) একই উপজেলার শালগ্রাম এলাকার হোসেন আলীর ছেলে এবং অপর একজন সোবহান (৭) গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রহমান তার মা-বাবার সাথে আগে থেকেই তার নানার বাড়িতে থাকতো। ঈদের আনন্দ উদযাপন করতে তার অন্য দুই খালাতো ভাই জিহাদ (৭) ও সোবহান (৭) নানার বাড়িতে বেড়াতে আসে। তিন জন মিলে সকলের অগোচরে এই দিন বাড়ির পাশে একটি খালে গোসল করতে নামে। সেসময় খালের পাশে প্যান ও সার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশী কয়েকজনের। পরে বাড়ির লোকজনসহ স্থানীয়দের সহযোগিতায় খালের পানিতে তাদের সন্ধান মিলে। এসময় খালের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই তিন জনকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং শিশু জিহাদ ও সোবহানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।