উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :
“এসো আলো জ্বালি” এ প্রতিপাদ্যে সামনে রেখে উল্লাপাড়া বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস ফোরামের আয়োজনে অভিভাবক সচেতনতা বৃদ্ধি, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, কৃত্তি শিক্ষার্থী ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তির সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিন- ২০২৪ এর আয়োজন করা হয়।
বুধবার (১৯ জুন) সকাল ১০টায় বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যলয় মাঠে এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি তারিফ হোসন গ্রীণ এর সভাপতিত্ত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্গার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডা. মো. নুরনবী, বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলীম, পঞ্চক্রোশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আলীম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্যন্য প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে এক্স স্টুডেন্টস ফোরামের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন, স্মৃতিচারণ, অতিথিদের বক্তব্য, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।