নিজস্ব প্রতিনিধিঃ
সকাল থেকেই আকাশ ভরা কালো মেঘ। মেঘের আনাগোনায় সূর্যের দেখা নেই। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া এলাকার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে আসতে শুরু করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা। তাদের সাথে যোগ দেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার অদম্য মেধাবী শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভালোর সাথে আলোর পথে- এ প্রতিপাদ্য সামনে রেখে বন্ধু সমাবেশ শুরু হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। পবিত্র গীতা থেকে পাঠ করেন চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তিথি সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো। প্রধান অতিথির বক্তব্য দেন ধানঘরা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু ইউছফ জাকারিয়া। তিনি বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের জন্য প্রথম আলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। রায়গঞ্জ বন্ধুসভা সেইসব মেধাবীদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে। এ উদ্যোগে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এসব মেধাবী মুখ আগামী দিনে পরিবারের পাশাপাশি এলাকার জন্য গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান নিঝুর প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য দেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন রাজিব, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. মাহমুদুল হক, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ মহল জুঁই, অমিতাভ সাহা, রাকিবুল হাসান, বিদ্যুৎ কুমার মোদক, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আলহাজ আহমেদ ও আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান জনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, সহসভাপতি মুশফিকুর রহমান স্বরণ, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান আজাদ ও মোছা. ছাবিকুন্নাহার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অলোক মাহাতো ও রনি আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাফিছা নাহার লিমা ও তিথি সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাহেরা তাসনীম, সুমি খাতুন, সানজিদা আক্তার, ইসরাত জাহান তমা, পুলক কুমার মাহাতো, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন মুন্সী, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক নিবিড়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম জেসমিন, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আলম রূপন্তী, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী মহুয়া সাহা প্রমুখ। দিনব্যাপী আয়োজনে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আকর্ষণীয় পর্ব। অনুষ্ঠানে অদম্য মেধাবী তিথি সাহা, পুলক কুমার মাহাতো ও ওমর ফারুক নিবিড় এবং বন্ধুসভার সদস্য সাদিয়া আলম রূপন্তী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বন্ধুসভার সদস্য মমতাজ মহল জুঁই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মাননা প্রদান করা হয়।