॥ নিজস্ব প্রতিবেদক ॥
সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে বালুবাহী ট্রাকচাপায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হওয়ার পরদিনই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে স্থাপন করা হলো রাম্বল স্ট্রিপ।
সোমবার (২৪ জুন) সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে হাসপাতালের প্রধান ফটকরে সামনে তিনটি রাম্বল স্ট্রিপ বসানো হয়। র্যাম্বল স্ট্রিপগুলোর উপরে সাদা রঙের সঙ্কেতও দেওয়া হয়। এর আগে রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটে চিকিৎসা নিতে আসার পথে বৃদ্ধ আলাউদ্দিন ট্রাকচাপায় মারা যান।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হাসান মিলু বলেন, সড়ক-মহাসড়কে স্পিডব্রেকার দেওয়ার নিয়ম নেই। কিন্তু মেডিকেল কলেজের পরিচালক মহোদয়ের বিশেষ অনুরোধে রোগীদের নিরাপত্তার স্বার্থে আমরা দুদিকে দুটি র্যাম্বল স্ট্রিপের মতো করে দিয়েছি।
এ বিষয়ে শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনরা যাতে দূর্ঘটনার শিকার না হয় সেই জন্য জেলা প্রশাসক মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। বেপরোয়া গাড়ী চলাচল রোধ করতে সড়কে গতিরোধক দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলা হয়। এরপর আজকে সেখানে গতিরোধক স্থাপন করা হয়েছে। এতে দূর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা পাবে চিকি’সা নিতে আসা রোগী স্বজনেরা।