1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুরি যাওয়া সেচ যন্ত্র উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন,লেখালেখি করেও হচ্ছে না সমাধান রংপুরে তিস্তার তীরবর্তী চরাঞ্চলে চীনের তৈরী হাসপাতালের দাবিতে মানববন্ধ সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রায়গঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৯৯৯ কল পেয়ে ৪১ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ দাবি আদায়ের জন্য কাফনের কাপড় পড়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন 

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০০ Time View
oplus_0
আল আমিন বিন আমজাদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের চৌহাটি বাজার এলাকায় বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃক কয়লা উত্তোলনের কারণে ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান ফাটলসহ ক্ষতিপূরণের নামে হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 
১৫ জুলাইয়ের মধ্যে ৮দফা দাবি বাস্তবায়ন না হলে খনিরপ্রধান ফটকে অবস্থান নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। 
বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় চৌহাটি জীবন ও বসতভিটা রক্ষা কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ এলাকার ৫ সহস্রাধিক পরিবারের প্রায় ১ সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে খনিগেট সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
এসময় বক্তব্য রাখেন চৌহাটি জীবন ও বসতভিটা রক্ষা কমিটির উপদেষ্টা শাহ এনামুল হক, সভাপতি মোতালেব মতিয়ার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ গ্রামবাসী প্রমুখ। 
সভাপতি মোতালেব মতিয়ার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন,খনি কর্তৃপক্ষকে ৮ দফা দাবি পেশ করা হয়েছে। বারবার তাগিদ দিলেও তারা বিভিন্ন টালবাহানা করছেন। আমাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, ফেটে যাওয়া ঘর-বাড়ির ক্ষতিপূরণ, বসবাসের পুনঃনিশ্চয়তা,সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিটি বাড়ির সদস্যদের চাকরি দেয়া, বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা, আবাদি জমিতে পানি থাকছে না যার ফলে ফসলের ক্ষতি হচ্ছে তার সুব্যবস্থা করা, কয়লাখনির গেইট হতে চৌহাটি গ্রামের শেষপ্রান্ত পর্যন্ত রাস্তা সংস্কার করা, মসজিদ-মন্দির, ঈদগাহ মাঠ এবং কবরস্থানের উন্নয়ন ব্যবস্থা করা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বসবারের অযোগ্য বসতবাড়ি ও স্থাপনা স্থায়ী সমাধান করে দেয়া। 
তারা আরো বলেন, এই এলাকার ভূগর্ভ থেকে মাইন বিষ্ফোরণের মাধ্যমে কয়লা তোলার কারণে প্রতিনিয়ত দেবে যাচ্ছে। আমাদের ৮ দফা দাবি বাস্তবায়নে খনিকর্তৃপক্ষ ও পেট্রোবাংলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলেও কোনপ্রকার ব্যবস্থাগ্রহণ করা হয়নি। আমরা পরিবার-পরিজন নিয়ে আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করব? খনির কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হলেও এলাকার ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের জীবনের নিশ্চয়তা প্রদান করতে। কেনোনা তা না করা হলে এই মরণ যন্ত্রণার চেয়ে মৃত্যুগ্রহণ অনেক ভালো।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়ে থাকে। এতে ঘরবাড়ীতে কিছু ফাটল দেখা দিতে পারে তবে দুর্বল নির্মাণ কাজের ঘরবাড়ীতে এটি বেশি দেখা দিয়ে থাকে। এলাকাবাসীর ঘরবাড়ীতে ফাটল দেখা দেওয়াসহ ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে খনি কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com