মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী গ্রামের হতদরিদ্র মোঃ সাইফুল ইসলাম সরকার বাপ দাদার রেখে যাওয়া মই লাঙ্গল দিয়ে অন্যের জমি হাল চাষ করে এখনো সংসার চালাচ্ছেন। এক সময় এই হাল চাষ করে ভালোভাবেই সংসার চালাতে পারতেন। কিন্তু ইদানিং বর্তমান বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন মোঃ সাইফুল ইসলাম। এ পেশা ছাড়া তার অন্য কোনো আর পেশা নেই। শত কষ্টের মাঝেও পেশাটি ধরে রেখেছেন তিনি। গতকাল সকালে দরিদ্র সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এক সময় অন্যের জমিতে হালচাষ করে ভালোভাবে সংসার চললেও বর্তমানে আধুনিক যন্ত্রের কারণে গরু দিয়ে হাল চাষ কমে গেছে। ফলে সংসার চালানোও কষ্টকর হয়ে পড়েছে। চাষী সাইফুল ইসলাম আরোও বলেন, পূর্ব পুরুষের হাত ধরে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে এই লাঙ্গল দিয়ে হাল চাষ করে যাচ্ছেন। সরকারি ভাবে একটি পাওয়ার টিলার পেলে অন্যের জমিতে হাল চাষ করে সংসার চালাতে অনেক সহজ হত বলে মনে করেন দরিদ্র পরিবারের সন্তান সাইফুল।