আমিরুল ইসলাম কামারখন্দ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল পশ্চিম বাজারের প্রধান সড়কে ভ্রাম্যমাণ দোকান এবং ফুটপাত সড়কে প্রতিনিয়ত যানজট ও জনসাধারণের যাতায়াতে ভোগান্তি ভ্যান, রিক্সা চলাচলের সড়কের উপর থেকে দোকানপাট উচ্ছেদের দাবিতে ভ্যান, রিক্সা শ্রমিকগণ দুই ঘন্টা সড়ক অবরোধ করেছে।
রবিবার (০৭ জুলাই) উপজেলার জামতৈল পশ্চিম বাজারের এলএসডি গোডাউন মোড়ে প্রায় শতাধিক শ্রমিকের অংশগ্রহণে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ভ্যান রিক্সা শ্রমিকগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ব্যস্ততম জামতৈল পশ্চিম বাজারে ঢোকার প্রধান সড়কের এলএসডি গোডাউন মোড়ে শতাধিক ভ্যান, রিক্সা শ্রমিকগণ বাজারের অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। এখান থেকে কোনো ভ্যান, রিক্সা, ট্রাক মাইক্রো ও যে কোনো ধরনের মোটরযান আসলেই শ্রমিকরা থামিয়ে দিচ্ছে। এর ফলে দীর্ঘ সময় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এসময় কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোহা রেজাউল ইসলাম, কামারখন্দ সার্কেল এএসপি আদনান মোস্তাফিজ , সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সড়ক অবরোধরত শ্রমিকদের সাথে কথা বলেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা এসে শ্রমিকরা যে কারণে সড়ক অবরোধ করেছে তার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকগণ সড়ক অবরোধ তুলে নিলে সার্বিক পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, আন্দোলন করা ভ্যান শ্রমিকদের ইউএনও স্যার কথা দিয়েছেন আগামীকাল আলোচনা করে সমাধান করা হবে তখন ভ্যান শ্রমিকরা রাস্তার অবরোধ তুলে নেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা জানান, ভ্যান শ্রমিকরা সড়ক অবরোধ করে রাস্তায় দোকান উচ্ছেদের দাবীতে আন্দোলন করলে, ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বাস দিয়েছি আগামীকাল বাজার কমিটি, ফুটপাতের দোকানের প্রতিনিধি, শ্রমিক নেতা, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে সমাধান করা হবে।