নিজস্ব প্রতিবেদক:
“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার( ১২ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মুজিব সড়ক রোডস্থ শ্রী শ্রী মহা প্রভু আখড়ায়,ইসকন মন্দির ও ঘুরকা পৌর মহাশ্মশানে ফলজ,বনজ ও ঔষুধি গাছ রোপন করা হয়।
এসময় বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলী সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহা,সভাপতি শ্রী বাবু সন্তোষ কুমার কানু,সহ-সভাপতি বিজয় দত্ত অলক,সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা,যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক সাহা,যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দাস,কোষাধাক্ষ নিলয় পাল,সাংগঠনিক সম্পাদক সুবীর কর্মকার,দপ্তর সম্পাদক সুন্টু গুণ, সমাজকল্যাণ সম্পাদক ভোজন ঘোষ, সদর থানা পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক জনি সাহা,শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিংকু কুন্ডু,ঘুরকা পৌর মহাশ্মশান কমিটির সভাপতি শ্যামল দত্ত ষষ্ঠী,সদর থানা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রুমন কুন্ডু,সদস্য জিৎ পাল,মৃত্যুঞ্জয় সাহা,মৃদুল সাহা,প্রান্ত রায় প্রমুখ।