আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সরকারি কর্মকর্তাদের সাথে একসাথেই পেনশন স্কিমে আসবেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর একথা জানান মি. কাদের। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরাও সরকারি কর্মকর্তাদের মতো চলতি বছরের পরিবর্তে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের পহেলা জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। মি. কাদের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে শিক্ষক নেতাদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা করবেন তারা। “সবার জন্য পেনশন কর্মসূচিতে শিক্ষকদের বিষয়টি নিয়ে যে তথ্য গেছে সেটি একটি মিসটেক (ভুল)। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের পহেলা জুলাই থেক যোগ দেয়ার খবর সঠিক নয়। শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সবাই ২০২৫ সালের পহেলা জুলাই পেনশন কর্মসূচিতে আসবেন,” বৈঠকের পর ব্রিফিং এ বলছিলেন মি. কাদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বিবিসি বাংলাকে বলেছেন, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমে’ শিক্ষকরা যাচ্ছেন না, এটা নিশ্চিত করা হয়েছে। “আমরা বলেছিলাম যে চলতি বছরের জুলাই থেকে ‘প্রত্যয় স্কিমে’ আমরা যোগ দিবো না। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটি ভুলবশত এসেছে। সবাই আগামী বছর থেকে একসাথে পেনশন স্কিমে আসবে। বাকী বিষয়গুলো প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় সিদ্ধান্ত হবে,” বলছিলেন মি. ভুঁইয়া। প্রসঙ্গত, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে গত পহেলা জুলাই থেকে শিক্ষক-কর্মচারীদের ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সূত্র: বিবিসি