নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের পতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে ৫ টায় মুজিব সড়ক রোডস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়া সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এর সভাপতিত্বে ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর ও শহর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু সঞ্চালনায় ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড.কল্যান সাহা,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা,যুগ্ন সাধারন সম্পাদক স্বপন সান্যাল,সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস,সিরাজগঞ্জ জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার,সিরাজগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও হরিজন ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দগণ। সমাবেশে বক্তাগণ বলেন,ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আজ নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের ৪০০ বছরের ইতিহাসসমৃদ্ধ হরিজন সম্প্রদায়কে কোন আশ্রয়কেন্দ্র ছাড়াই অনৈতিকভাবে উচ্ছেদের তীব্র নিন্দা জানায়। সেই সাথে তাদের পুনর্বাসনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ,শত শত বছর ধরে বসবাসকারী হরিজনদেরকে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণসহ হরিজনদের চাকরির নিশ্চয়তা প্রদান করার দাবি জানায়। পরিষেশে ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন প্রকারের নির্যাতন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহব্বান এবং উক্ত হরিজন কলোনী উচ্ছেদের সঠিক তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।