নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৪ এর শুভ উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কর্র্তৃক আয়োজিত র্যালীটি জেলা প্রশাসকের কার্য্যালয়ের চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই ¯’ানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্য্যালয় শহীদ এ কে শামসুদ্দীন সন্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ- কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, মাদক একটি মরণ ব্যাধি। যা যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যা”েছ। এই মাদক সেবন এবং ব্যবসায়ীদেও আইনের আওতায় আনার আমাদের সরকার বদ্ধপরিকর। যে কোন মূল্যে মাদক সেবনকারি ও ব্যবসায়ীদের এই অপর্কবন্ধের দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি। জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার), সিভিল সার্জন রামপদ রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দস সামাদ তালুকদার প্রমুখ। পরে একই সন্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ¯ি’ত ছিলেন, ¯’ানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।