মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশি মদের দোকান সিলগালা করায় শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ই জুলাই) বাদ আছর শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়। পরে কলেজের দক্ষিণ গেট সংলগ্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়।
জানা যায়, সম্প্রতি শাহজাদপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার (১২ই জুলাই) জুম্মা নামাজ শেষে শাহজাদপুরের সর্বস্তরের মুসল্লীরা দেশি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। পরে মনিরামপুর বাজারে অবস্থিত মানিক সরকারের মালিকানাধীন সরকার অনুমোদিত একটি দেশি মদের দোকান ভাঙচুর করে মুসল্লিরা।
চলমান মাদক বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক রবিবার সন্ধ্যায় পৌর শহরের মনিরামপুর বাজারে মানিক সরকারের দেশী মদের দোকান সিলগালা করে দেওয়া হয়।
মুসল্লিরা জানায়, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ও সমাজকে মাদকের থাবা থেকে রুখতে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আমরা আনন্দিত। এই আনন্দ উদযাপন করতেই আমরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছি। এসময় তারা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে আবেদন জানান যেন মানিক সরকারের মদের লাইসেন্স বাতিল করা হয় এবং সকল প্রকার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।
এসময় মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক সরকার, মোঃ মোস্তাকিম আহমেদ, হাফেজ মোঃ ফুয়াদ হাসান প্রমূখ।