তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মটরসাইকেল দুর্ঘটনায় মোছা. ফাতেমা খাতুন (৪৭) নামের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তালম ইউনিয়নের গুল্টা গ্রামের প্রভাষক মুত্তালিব শিশিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের দেবর সোনালী ব্যাংক লিমিটেড তাড়াশ শাখার সিনিয়র অফিসার মো. মোস্তাক আহম্মেদ জানান, শুক্রবার সকালে বড়ভাই প্রভাষক মুত্তালিব শিশির ভাবী ফাতেমা খাতুনকে নিয়ে তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি গুল্টাতে যাওয়ার পথে আসানবাড়ী এলাকায় দ্রæতগতি গাড়ীর সামনে একটি শিয়াল এসে ধাক্কা দেয়। এতে বড়ভাই ও ভাবী গুরুত্ব আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। এ সময় গুরুত্বর আহত ভাবিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ দিকে, ফাতেমা খাতুনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যান ম,ম, জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী গভীর শোক প্রকাশ করেছেন।